
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ী গ্রামের শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় ১৯৯৩ সালে ‘চৌকুড়ী উচ্চ বিদ্যালয়’ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি সফলতার স্বাক্ষর রেখে চলেছে। গ্রামে খেটে খাওয়া মানুষদের সন্তানেরা সহজেই মাধ্যমিক শিক্ষায় নিজেদের ভিত্তি মজবুত করার সুযোগ পেয়েছে।
চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহ্বাজ কাজী মোঃ ওবায়েদুল হক। তিনি এলাকার মানুষদের এই অঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় অনুভব করাতে পেরেছিলেন। সকলে তার ডাকে সাড়া দিয়ে নিরলস পরিশ্রম করে বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন। এলাকাবাসী আজ সেই সুফল পাচ্ছে।
এই গ্রামের শিক্ষার্থীরা একটা সময় অনেক দূরে পড়তে যেতে হতো। সেই কষ্ট লাঘব হয়েছে। বিদ্যালয়টি ০১ জানুয়ারি ১৯৯৪ সালে জুনিয়র হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে মাধ্যমিক স্তরের পাঠদানের স্বীকৃতি ও অনুমতি পায়।
শিক্ষকদের সরকারি বেতন প্রাপ্তির জন্য ১০/০৫/১৯৯৫ সালে প্রথম এমপিওভুক্ত হয়। এতে লেখাপড়ার মান আরও বৃদ্ধি পায় এবং শিক্ষকরা পূর্ণদমে আন্তরিক পরিশ্রম করে শিক্ষার্থীদের সফলতার দারপ্রান্তে নিয়ে যাওয়ার সর্বোচ্চ প্রয়াস দেন।