
চৌকুড়ী উচ্চ বিদ্যালয় আমার স্বপ্নের প্রতিষ্ঠান। যোগদান থেকে এই পর্যন্ত নিজের সবটুকু দিয়ে এই বিদ্যাপিঠকে জেলা ও উপজেলায় গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই অঞ্চলের ছেলে মেয়েরা অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমি। তাদের একটু পরিচর্যা করা গেলে অসাধারণ ফলাফল বের হয়ে আসবে। আমি এবং আমার টিম নিরলস পরিশ্রম করে যাচ্ছি। প্রতি বছর জেএসসি, এসএসসি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা ঈর্ষনীয় ফলাফল অর্জন করছে। এটি আমার কাজের গতি আরও বৃদ্ধি করে।
শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে এবং মাননীয় প্রধান মন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানের অংশ হিসেবে বিদ্যালয়ের ডায়নামিক ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে সবাই গুরুত্বপূর্ণ নোটিশ, রুটিন, সিলেবাস এবং সকল কিছুই এখানে দেখতে পাবে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা আরও সামনে এগিয়ে যাব।
মোঃ ওবায়েদুল হক
প্রধান শিক্ষক
চৌকুড়ী উচ্চ বিদ্যালয়